যেভাবে অর্থঋণ আদালতে নিলামে টেন্ডারবক্স খোলা হয়

টেন্ডারবক্স যেভাবে খোলা হয়- আসুন জেনে নেয়া যাক

সর্বশেষ সংবাদ

No Picture

সোনালী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের ফল প্রকাশ

আইনী চাকরি
গতকাল ২১/০৮/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার সোনালী ব্যাংক পিএলসি’র আইন আইন কর্মকর্তা পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক পিএলসি’-এর ২০২১ সাল ভিত্তিক ‘আইন অফিসার’ (গ্রেড-৯)  এর ১৭টি শূন্য পদে নিয়োগের [...]
No Picture

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর আইন কর্মকর্তা পদের চূড়ান্ত ফল প্রকাশ

আইনী চাকরি
গতকাল ২১/০৮/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর আইন আইন কর্মকর্তা পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর ২০২১ সাল ভিত্তিক ‘আইন অফিসার’ (গ্রেড-৯) [...]
আইনী পড়াশুনা

আইনজীবী হিসেবে তালিকাভূক্তির নিমিত্তে এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিল অধঃস্তন আদালতের আইনজীবী হিসেবে লাইসেন্স প্রদানের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। গতকাল ১৯/০৮/২০২৫ ইং তারিখ, মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ”বার কাউন্সিলের [...]
আইনী পড়াশুনা

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। গতকাল ১৯/০৮/২০২৫ ইং তারিখ, মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে  যেসল বিজ্ঞ আইনজীবী [...]
জমি জমা সংক্রান্ত আইন

জমি বা প্লট কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

  জমি বা প্লট কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে, জমির মালিকানা দলিল যাচাই, সরকারের রেকর্ডে বিক্রেতার নাম আছে কিনা, সিএস, এস এ এবং আরএস খতিয়ানের সাথে ধারাবাহিক মালিকানার মিল আছে কিনা, [...]

site icon
১. সাধারণত নিলাম বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ে আদালতের প্রিজাইডিং অফিসার তথা বিজ্ঞ জজ, অর্থ ঋণ আদালত উক্ত টেন্ডারবক্সটি ওপেন কোর্টে নিলামে অংশগ্রহনকারীদের (যদি থাকেন) সামনে খুলে থাকেন।

২. নিলামে অংশগ্রহনকারী কেউ না থাকলেও বিজ্ঞ জজ, অর্থ ঋণ আদালত উক্ত টেন্ডারবক্সটি ওপেন কোর্টে খুলে থাকেন।

৩. বক্সে কোন দরপত্র পরলে, তিনি সেগুলো একটা একটা করে পাঠ করে সবাইকে শোনান।

৪. ঐ সময় কোন দরপত্র দাতা কত টাকা দরপ্রস্তাব করেছেন তা জানা যায়। সুতরাং কে সর্বোচ্চ দরদাতা তা বোঝা যায়।

৫. এরপর বিজ্ঞ জজ, অর্থ ঋণ আদালত জমা প্রাপ্ত দরপত্রসমূহ সম্পর্কে ডিক্রিদার ব্যাংকের মতামত গ্রহণ করেন। যদি ব্যাংকের কোন অথোরাইজড কর্মকর্তা সেই সময়ে উপস্থিত থাকেন তাহলে তিনি সরাসরি/লিখিতভাবে তখনই তার মতামত প্রদান করতে পারবেন। অথবা বিজ্ঞ আদালত পরবর্তীতে একটা তারিখ ধার্য করেন ব্যাংকের মতামত জানানোর জন্য।

৬. যদি নিলামে প্রাপ্ত সর্বোচ্চ দরে বিক্রয়ের ক্ষেত্রে ব্যাংকের কোন আপত্তি না থাকে, তাহলে আদালত নিলাম বহালের জন্য সাধারণত ৩০ দিনের একটা সময় ধার্য করেন।

৭. উক্ত ৩০ দিনের অবসানে উক্ত নিলামটি সর্বোচ্চ দরদাতার নামে বহাল হয়।

৮. যদি ডিক্রিদার ব্যাংক নিলামে প্রাপ্ত সর্বোচ্চ দরে বিক্রিতে আপত্তি জানায়, সেক্ষেত্রে সাধারণত আদালত উক্ত নিলাম ব্যর্থ গণ্যে পরবর্তী ধাপে অগ্রসর হন। এক্ষেত্রে ডিক্রিদারের আপত্তি সত্তে¡ও বিজ্ঞ আদালত চাইলে উক্ত দরেই সম্পত্তি বিক্রয় করতে পারেন। কিন্তু সাধারণত এটা আদালতগুলি করে না। কেননা এতে অনাকাঙ্খিত লিটিগেসনের জন্ম হয়। সময়ক্ষেপন হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*