প্রায়শই আমরা দেওয়ানী মোকদ্দমা শব্দটা শুনে থাকি বা ব্যবহার করে থাকি। আমাদের দেশে যত মামলা-মোকদ্দমা আদালতে বিচারাধীন আছে, তার বেশিরভাগ মোকদ্দমাই আসলে দেওয়ানী মোকদ্দমা। এমনকি ফৌজদারী মামলারও একটা উল্লেখযোগ্য অংশ দেওয়ানী মোকদ্দমার বিষয়বস্তু থেকে উদ্ভত। আসুন জেনে নেই দেওয়ানী মোকদ্দমা কী।
দেওয়ানী কার্যবিধি, ১৯০৮ এর ৯ নং ধারায় দেওয়ানী মোকদ্দমার সংজ্ঞা দেয়া আছেঃ
”A Suit in which the right to property or to an office in contested is a suit of a civil nature.”
”যে সকল মোকদ্দমায় সম্পত্তি বা পদের অধিকার সম্পর্কে প্রতিদ্বন্দিতা হয়, তা দেওয়ানী প্রকৃতির মোকদ্দমা।”
অর্থাৎ দুই ধরণের বিষয়বস্তু নিয়ে মোকদ্দমা হলে তাকে দেওয়ানী মোকদ্দমা বলে। যথাঃ
- right to property (সম্পত্তির অধিকার)
- to an office (পদের অধিকার)
সুতরাং যে সকল মোকদ্দমার বিষয়বস্তু থাকে সম্পত্তির অধিকার সংক্রান্ত অথবা কোন পদের অধিকার সংক্রান্ত, সেইসব মোকদ্দমাগুলোকে দেওয়ানী মোকদ্দমা বলে।
Be the first to comment