চাঁদপুরে মসজিদের ইমামের উপর হামলাঃ আসামীর ১৬৪ ধারায় স্বীকারোক্তি

কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের

গ্রেপ্তারকৃত মোঃ বিল্লাল হোসেন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে

চাঁদপুর জেলা শহরের প্রফেসরপাড়া‍য় অবস্থিত মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা আ ন ম নুর রহমানকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার আসামি আদালতে ম্যাজিস্ট্রেট এর সামনে ফৌজদারী কার্যবিধি, ১৮৯৮ এর ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  আসামি মো. বিল্লাল হোসেন (৫০)  শনিবার সন্ধ্যায় সাড়ে সাতটায় চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাহ শাহাদাতুল হাসান আল মুরাদের সম্মুখে জবানবন্দি দেন। গ্রেপ্তারকৃত আসামি মো. বিল্লাল হোসেন এর বিরুদ্ধে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। কিন্তু আসামি ১৬৪ ধারায় দোষ স্বীকার করায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আহত খতিবের ছেলে রায়হান রাহি জানান, তাঁর বাবা আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ ও ভালো আছেন।

এদিকে খতিবের উপর হামলার ঘটনায় চাঁদপুর শহর ব্যাপী বিভিন্ন রাজনৈতিক দলসহ সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা চেয়ে বিকেলে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব জেলার বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*