আইন কাকে বলে

আসুন জেনে নেয়া যাক আইন কাকে বলে

দৈনন্দিন নানা কাজে আমরা আইনের কথা বলে থাকি। আইন জানুন আর না জানুন, আমাদের সব কাজ কোন কোন আইন দ্বারা চালিত হয়। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন কি আইন আসলে কী? আইনের সংজ্ঞাটা কী? আসুন জেনে নেয়া যাক।
প্রথমে কয়েকজন আইনশাস্ত্রবিদের মতামত পর্যালোচনা করি।
জন অস্টিন বলেছেন, ‘‘ law is the command of the sovereign backed by sanction’’  । অর্থাৎ আইন হলো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ যা না মানলে শাস্তি পেতে হয়।
স্যার জন স্যালমন এর মতে, ‘the body of principles recognized and applied by the state in the administration of justice’। অর্থাৎ আইন হলো ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং প্রয়োগকৃত নীতিমালা।
অধ্যাপক হলান্ড এর মতে, ‘‘ general rule of external human action enforced by a sovereign political authority. ”। অর্থাৎ আইন হলো মানুষের বাহ্যিক আচরণের সাধারণ নিয়মাবলি যা সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ কর্তৃক বলবৎ করা হয়।
এবার আসুন আইনের ‘আইনগত’ সংজ্ঞা জেনে নেয়া যাক। আইনের সংজ্ঞা দেয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫২ এবং ১১১ নং অনুচ্ছেদে। কী আছে ১৫২ নং অনুচ্ছেদে?
‘‘ “আইন” র্অথ কোন আইন, অধ্যাদশে, আদশে, বধি,ি প্রবধিান, উপ-আইন, বজ্ঞিপ্তি ও অন্যান্য আইনগত দললি এবং বাংলাদশেে আইনরে ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি’’
তার মানে আইন বলতে বোঝায়:
১. আইন (সংসদে পাশকৃত)
২. অধ্যাদেশ (সংসদ না থাকা অবস্থায় প্রয়োজনীয় বিবেচনায় রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত)
৩. আদেশ (কোন উপযুক্ত কর্তৃপক্ষের আদেশ, যেমন কোর্টের আদেশ, প্রশাসনিক আদেশ)
৪. বিধি (কোন আইনে নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক উক্ত আইনের সম্পূরক বিধান)
৫. প্রবিধান (কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত বিধানাবলি)
৬. উপ-আইন (কোন স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজনে সৃষ্ট আইন)
৭. বিজ্ঞপ্তি (কোন উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সুনির্দিষ্ট বিষয়ে জারিকৃত )
৮. আইনগত দলিল (যেকোন আইনগত দলিল, যেমন আন্তর্জাতিক চুক্তি)
৯. প্রথা বা রীতি (দীর্ঘদিনের ব্যবধানে যেসব বিধি-বিধান সুনির্দিষ্ট এলাকায় প্রচলিত, যেমন- হিন্দু বিবাহের বিধান)
এবার আসি অনুচ্ছেদ ১১১ তে কী বলা আছে?
`আপীল বভিাগ র্কতৃক ঘোষতি আইন হাইর্কোট বভিাগরে জন্য এবং সুপ্রীম র্কোটরে যে কোন বভিাগ র্কতৃক ঘোষতি আইন অধস্তন সকল আদালতরে জন্য অবশ্যপালনীয় হইব।ে
অর্থাৎ সুপ্রীম কোর্টের যেকোন বিভাগের রায়ও আইন হিসেবে গণ্য হবে। ‘
তাহলে আইনের সংজ্ঞায় আমরা বলতে পারি, আইন বলতে কোন আইন, অধ্যাদশে, আদশে, বধি,ি প্রবধিান, উপ-আইন, বজ্ঞিপ্তি ও অন্যান্য আইনগত দললি এবং বাংলাদশেে আইনরে ক্ষমতাসম্পন্ন যে কোন প্রথা বা রীতি এবং সুপ্রীম কোর্টের যেকোন বিভাগের রায়।

প্রতীকী ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*