মেজর মান্নান ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিকল্পধারার সাবেক মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মেজর মান্নান এবং তার স্ত্রী উম্মে কুলসুমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) আবদুল মান্নান এবং তার স্ত্রী উম্মে কুলসুম -এর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। গত ১৯শে জুন, ২০২৫ ইং, বৃহস্পতিবার অর্থঋণ আদালত, চট্টগ্রাম এই আদেশ জারি করেন। উক্ত আদালতের বিচারক মোঃ হেলাল উদ্দীন এই আদেশ দেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ।

মেজর (অব.) আবদুল মান্নান এবং তার স্ত্রী উম্মে কুলসুমের নিকট পাওনা ১৮ কোটি ৩৯ লাখ টাকা পুনুরুদ্ধারের জন্য ইস্টার্ন ব্যাংক পিএলসি, আগ্রাবাদ শাখা মামলাটি দায়ের করে। ঋণের বিপরীতে তারা যে সম্পদ বন্ধক রেখেছেন, তা ঋণ পরিশোধের জন্য অত্যন্ত অপ্রতুল। বিধায় ডিক্রিদার ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে অর্থঋণ আদালত, চট্টগ্রাম এই আদেশ প্রদান করেন।

এ ধরনের ঘটনায় খেলাপি ঋণ উদ্ধার কার্যক্রমে অগ্রগতি হবে বলে আর্থিক খাত সংশ্লিষ্টরা মনে করছেন। তারা মনে করছেন, দেশত্যাগের আগেই আইনি ব্যবস্থা নেওয়া  ব্যাংকিং সেক্টরের স্বার্থ তথা দেশের অর্থনীতির স্বার্থ রক্ষায় বিচার বিভাগীয় গুরুত্বপূর্ণ উদ্যোগ।

ছবিতে মেজর মান্নান ও তার স্ত্রী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*