ফেনী ইউনিভার্সিটিতে লেকচারার পদে নিয়োগ বিজ্ঞপ্তি- সিজিপিএ ৩ হলেই আবেদন

সর্বশেষ সংবাদ

No Picture

সোনালী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের ফল প্রকাশ

আইনী চাকরি
গতকাল ২১/০৮/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার সোনালী ব্যাংক পিএলসি’র আইন আইন কর্মকর্তা পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক পিএলসি’-এর ২০২১ সাল ভিত্তিক ‘আইন অফিসার’ (গ্রেড-৯)  এর ১৭টি শূন্য পদে নিয়োগের [...]
No Picture

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর আইন কর্মকর্তা পদের চূড়ান্ত ফল প্রকাশ

আইনী চাকরি
গতকাল ২১/০৮/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর আইন আইন কর্মকর্তা পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর ২০২১ সাল ভিত্তিক ‘আইন অফিসার’ (গ্রেড-৯) [...]
আইনী পড়াশুনা

আইনজীবী হিসেবে তালিকাভূক্তির নিমিত্তে এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিল অধঃস্তন আদালতের আইনজীবী হিসেবে লাইসেন্স প্রদানের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। গতকাল ১৯/০৮/২০২৫ ইং তারিখ, মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ”বার কাউন্সিলের [...]
আইনী পড়াশুনা

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। গতকাল ১৯/০৮/২০২৫ ইং তারিখ, মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে  যেসল বিজ্ঞ আইনজীবী [...]
জমি জমা সংক্রান্ত আইন

জমি বা প্লট কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

  জমি বা প্লট কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে, জমির মালিকানা দলিল যাচাই, সরকারের রেকর্ডে বিক্রেতার নাম আছে কিনা, সিএস, এস এ এবং আরএস খতিয়ানের সাথে ধারাবাহিক মালিকানার মিল আছে কিনা, [...]

ফেনী ইউনিভার্সিটিতে লেকচারার পদে নিয়োগের উন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকটি বিভাগে লেকচারার পদের জন্য উপযুক্ত প্রার্থীদেরকে আবেদন করতে আহ্বান করা হয়েছে। এর মধ্যে আইন বিভাগের জন্য সংশ্লিষ্ট বিষয়ে তিনটি (০৩) প্রথম শ্রেণী বা সিজিপিএ ৩.০০ থাকলেই করতে পারবেন আবেদন।

                           ফেনী বিশ্ববিদ্যালয়

শিক্ষাগত যোগ্যতাঃ

  • এলএল এম 
  • সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষাজীবন জুড়ে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণী/ সিজিপিএ ৩.০০ সহ স্নাতকোত্তর ডিগ্রি  এবং শিক্ষক সহকারী হিসেবে ০১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • সকল ক্ষেত্রে, প্রার্থীর শিক্ষাজীবন জুড়ে কোনও তৃতীয় শ্রেণী/বিভাগ থাকা গ্রহনযোগ্য নয়। 
  • মুট কোর্টের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়স সর্বোচ্ছ ৩১ বছর, তবে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বিশেষ বিবেচনায় শিথিল করা যেতে পারে ।
অভিজ্ঞতাঃ এক (০১) বছর
দায়িত্ব ও প্রেক্ষাপটঃবিভাগ: আইন বিভাগ

কাজের বিবরণ / দায়িত্ব:
  • বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে ক্লাস পরিচালনা করা;
  • পাঠ পরিকল্পনা এবং লেকচার উপকরণ প্রস্তুত করা,
  • অ্যাসাইনমেন্ট লেখা ইত্যাদি;
  • ছাত্র পরামর্শ/প্রক্টোরিয়াল দায়িত্ব; 
  • বিভাগের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হতে পারে;

প্রয়োজনীয় দক্ষতাঃ শিক্ষাদান/প্রশিক্ষণ

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধাঃ  এফইউ বেতন স্কেল অনুযায়ী।

কর্মক্ষেত্রঃ অফিসে কাজ

কর্মসংস্থানের ধরণঃ পূর্ণকালীন

চাকরির অবস্থানঃ  ফেনী 

আবেদনের শেষ তারিখঃ ৩১শে জুলাই, ২০২৫ ইং।

আবেদনের পদ্ধতিঃ হার্ডকপি

আগ্রহী প্রার্থীদের ৩১ জুলাই ২০২৫ তারিখের মধ্যে (email- hr@feniuniversity.ac.bd) ইমেল ঠিকানায় অথবা আবেদনপত্রের হার্ডকপি দ্যা রেজিস্ট্রার (১৮৪৫, বারাহিপুর, ট্রাঙ্ক রোড, ফেনী-৩৯০০, বাংলাদেশ) ঠিকানায় একটি কভার লেটার এবং বিস্তারিত জীবনবৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের এক কপি, সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের কপি এবং ফেনী বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৩০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডার সহ আবেদন করতে বলা হচ্ছে। অনলাইন আবেদনকারীদের লিখিত পরীক্ষার তারিখে ব্যাংক ড্রাফটের হার্ডকপি আনতে হবে। ইতিমধ্যে চাকরিতে থাকা প্রার্থীদের যথাযথ মাধ্যমে আবেদন করতে হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে।

সূত্রঃ বিডিজবস

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*