কে বা কারা কারফিউ ঘোষণা করতে পারে, ভঙ্গ করার শাস্তি কী

                          কারফিউ – প্রতীকী ছবি

কে বা কারা কারফিউ ঘোষণা করতে পারেঃ 

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৪ ধারা অনুযায়ী, জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার এই কারফিউ ঘোষণা করতে পারেন। সেক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট বা উক্ত পুলিশ কমিশনার সরকারের যথাযথ নিয়ন্ত্রণাধীন থেকে কারফিউ আদেশ জারি করবেন। অর্থাৎ সরকারের সিদ্ধান্ত মোতাবেকই মূলত জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে পুলিশ কমিশনার কারফিউ আদেশ জারি করে থাকেন। আসুন জেনে নেয়া যাক কী আছে আইনেঃ

”24. (1) The District Magistrate 1[or the Police Commissioner in [a Metropolitan Area]] may, subject to the control of the Government, by order direct that, subject to any exemption specified in the order, no person present within any area or areas specified in the order shall, between such hours as may be specified in the order, be out of doors except under the authority of a written permit granted by a specified authority or person”

কারফিউ ভঙ্গ করলে শাস্তিঃ

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৪ ধারার (২) উপধারায় কারফিউ ভঙ্গের শাস্তির উল্লেখ আছে। আসুন দেখি কী আছে এতেঃ

’24 (2) If any person contravenes any order made under this section, he shall be punishable with imprisonment for a term which may extend to one year, or with fine, or with both.

অর্থাৎ কারফিউ ভঙ্গ করলে এক বছর পর্যন্ত জেল অথবা জরিমানা অথবা উভয়বিধ দণ্ড হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*