উচ্চ আদালতের ওপর হস্তক্ষেপের সুযোগ নেই: আইন উপদেষ্টা

সর্বশেষ সংবাদ

No Picture

ছাগল-কাণ্ডের মতিউরকে গোপন বৈঠকের সুযোগ, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

আদালত প্রাঙ্গণ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক  কর্মকর্তা ছাগল–কাণ্ডে আলোচিত মতিউর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে ফেরত নেওয়ার পথে দুপুরের খাবারে বিরতিতে একটি রেস্তোরাঁয় নেমেছিলেন  তাকে আনা নেয়া করা পুলিশসদস্যরা। অভিযোগ উঠেছে, [...]
No Picture

সোনালী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের ফল প্রকাশ

আইনী চাকরি
গতকাল ২১/০৮/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার সোনালী ব্যাংক পিএলসি’র আইন আইন কর্মকর্তা পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক পিএলসি’-এর ২০২১ সাল ভিত্তিক ‘আইন অফিসার’ (গ্রেড-৯)  এর ১৭টি শূন্য পদে নিয়োগের [...]
আইনী চাকরি

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর আইন কর্মকর্তা পদের চূড়ান্ত ফল প্রকাশ

গতকাল ২১/০৮/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর আইন আইন কর্মকর্তা পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর ২০২১ সাল ভিত্তিক ‘আইন অফিসার’ (গ্রেড-৯) [...]
আইনী পড়াশুনা

আইনজীবী হিসেবে তালিকাভূক্তির নিমিত্তে এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিল অধঃস্তন আদালতের আইনজীবী হিসেবে লাইসেন্স প্রদানের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। গতকাল ১৯/০৮/২০২৫ ইং তারিখ, মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ”বার কাউন্সিলের [...]
আইনী পড়াশুনা

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। গতকাল ১৯/০৮/২০২৫ ইং তারিখ, মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে  যেসল বিজ্ঞ আইনজীবী [...]

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মেজর সিনহা হত্যা মামলায় উচ্চ আদালতে সরকারের কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। তিনি জানান, উচ্চ আদালতের স্বাধীনতার প্রতি বর্তমান সরকার অত্যন্ত শ্রদ্ধাশীল।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে একটি সংগঠন মেজর সিনহা হত্যা মামলায় দীর্ঘসূত্রিতার অভিযোগ এনে অপরাধীদের শাস্তির দাবিতে এক মাসের আল্টিমেটাম দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ড. আসিফ নজরুল বলেন, “মেজর সিনহা হত্যা ছিল একটি পাশবিক ঘটনা। আমরা সবাই এর দ্রুত বিচার প্রত্যাশা করেছি। তবে কোনো মামলা উচ্চ আদালতে থাকলে তা সম্পূর্ণ আদালতের এখতিয়ারভুক্ত বিষয় হয়ে যায়। মামলাটি কার্যতালিকায় কখন আসবে বা বিচার কবে হবে—এসব সিদ্ধান্ত হাইকোর্ট নিজস্ব স্বাধীনতায় গ্রহণ করে। এখানে আইন মন্ত্রণালয়ের হস্তক্ষেপের সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “কাউকে দোষারোপ করার আগে বিষয়টি ভালোভাবে জানা প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে আশা করি, এই মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে এবং যারা দোষী সাব্যস্ত হবেন, তারা যেন সর্বোচ্চ শাস্তি পান।”

পূর্ববর্তী সরকারের আমলে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আসিফ নজরুল বলেন, “আমরা আগের সরকারের মতো নই। তারা ফ্যাসিস্ট সরকার ছিল, কোনো নীতিমালা মানত না। তারা চিফ জাস্টিসকেও দেশ ছাড়তে বাধ্য করেছিল। বর্তমান সরকার উচ্চ আদালতের স্বাধীনতার প্রতি সর্বোচ্চ সম্মান দেখায়।”

আছিয়া হত্যা মামলার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা জানান, মামলাটির বিচারকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, “চার্জশিট জমা দিতে কিছুটা সময় লেগেছে, যা ছাড়া বিচারকাজ শুরু সম্ভব ছিল না। আগামী বুধবার হবে ষষ্ঠ কার্যদিবস এবং রোববার সপ্তম কার্যদিবস। আমি আশা প্রকাশ করছি, সপ্তম কার্যদিবসের মধ্যেই মামলার বিচার শেষ হবে। মামলাটি নিম্ন আদালতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত হচ্ছে এবং খুব শিগগিরই রায় পাওয়া যাবে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*