ছাগল-কাণ্ডের মতিউরকে গোপন বৈঠকের সুযোগ, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

গত ১২ আগস্ট ঢাকার আদালতে হাজিরা দিয়ে কিশোরগঞ্জ ফেরার পথ এ ঘটনা ঘটে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক  কর্মকর্তা ছাগল–কাণ্ডে আলোচিত মতিউর রহমানকে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে কিশোরগঞ্জ কারাগারে ফেরত নেওয়ার পথে দুপুরের খাবারে বিরতিতে একটি রেস্তোরাঁয় নেমেছিলেন  তাকে আনা নেয়া করা পুলিশসদস্যরা। অভিযোগ উঠেছে, পুলিশ সদস্যরা উৎকোচ নিয়ে ওই রেস্তোরাঁর একটি কেবিনে অপর এক ব্যক্তির সঙ্গে মতিউর রহমানের  বৈঠকের সুযোগ করে দেন। গত ১২ আগস্ট দুপুরে নরসিংদীর শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দনগরে নিরালা হাড্ডি নামের এক রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যদের মধ্যে একজন এসআই, বাকিরা কনস্টেবল। এসআইয়ের নাম আবুল কাশেম। বাকি ১০ জন কনস্টেবল হলেন মনিরুজ্জামান, মো. কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মো. রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভীর রহমান, মো. আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস। তাঁদের সবাইকে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

ছাগল–কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*