বাংলাদেশ বার কাউন্সিল অধঃস্তন আদালতের আইনজীবী হিসেবে লাইসেন্স প্রদানের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। গতকাল ১৯/০৮/২০২৫ ইং তারিখ, মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ”বার কাউন্সিলের পরবর্তী এম.সি.কিউ. পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯-১১-২০২৫ইং তারিখ, রোজ শনিবার। উক্ত এম.সি.কিউ পরীক্ষার জন্য অনলাইনে নির্ধারিত লিঙ্কে (http://bar.teletalk.com.bd) আগামী ০১-১০-২০২৫ইং তারিখ থেকে ৩১-১০-২০২৫ইং তারিখ পর্যন্ত ১ মাসব্যাপী ফরম পূরন কার্যক্রম চলমান থাকবে। এম.সি.কিউ. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক নতুন যেসব প্রার্থীর পিউপিলেজ সময়সীমা আগামী ৩১-১০-২০২৫ইং তারিখ অথবা এর পূর্বে ছয় মাস পূর্ণ হবে তারা এবং একই সাথে উক্ত তারিখে যেসব প্রার্থীর রেজিস্ট্রেশনের পাঁচ বছর মেয়াদ বহাল থাকবে তারা অনলাইনে নির্ধারিত নিয়মে ফরম পূরণ ও ফি প্রদান করতে পারবেন। পাঁচ বছর মেয়াদোত্তীর্ণ রেজিস্ট্রেশনধারী প্রার্থীদের বার কাউন্সিলের অনলাইন-রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সংযুক্ত হয়ে নিজ নিজ রেজিস্ট্রেশন হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে।
বিশেষভাবে উল্লেখ্য, যেসকল প্রার্থী বিগত ২৮-০৬-২০২৫ইং তারিখে অনুষ্ঠিত এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় পরীক্ষা-বিধি মোতাবেক দ্বিতীয়বারের মত অংশ গ্রহণ করে অনুত্তীর্ণ হবেন সেসব প্রার্থী এবং আসন্ন এনরোলমেন্ট মৌখিক পরীক্ষায় পরীক্ষা-বিধি মোতাবেক তৃতীয়বারের মত অংশ গ্রহণ করে অনুত্তীর্ণ হবেন সেসব প্রার্থী এই দুই ধরনের প্রার্থীদের জন্য পরবর্তী এনরোলমেন্ট এম.সি.কিউ. পরীক্ষার অনলাইন ফরম পূরণের জন্য ব্যবস্থা রাখা হবে। পরীক্ষা সংক্রান্ত সকল বিজ্ঞপ্তি বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইটে (www.barcouncil.gov.bd) প্রকাশ করা হবে।
উল্লেখ্য, এই নোটিশে বর্ণিত পরীক্ষা আয়োজন সংক্রান্ত তারিখসমূহ যে কোনো অনিবার্য পরিস্থিতিতে পরিবর্তন করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষন করেন।”

Be the first to comment