এক নারীকে মারধর করে অ্যাসিড নিক্ষেপ করার অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলা সিনেমার খলচরিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে ৩৫ বছর বয়সী ভুক্তভোগী নারী আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বাদী হয়ে এই মামলা করেন। শুনানীঅন্তে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। আদালত ৬ আগস্ট এর মধ্যে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। উক্ত মামলায় ফয়সাল নামের এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

আদালতে দায়ের করা মামলার ভাষ্যমতে, ভুক্তভোগী ডিপজলের একজন একনিষ্ঠ ভক্ত। গত মাসের ২রা জুন তিনি গাবতলীতে গেলে জানতে পারেন সেখানে অভিনেতা ডিপজল আসছেন। ডিপজল যে কক্ষে অবস্থান করছিলেন তিনি সেখানে তাকে দেখতে গেলে ডিপজল তার সাথে খারাপ ব্যবহার করেন এবং চলে যেতে বলেন। যেতে বললেও তিনি সেখানে অবস্থান করায় ডিপজলের নির্দেশে তার লোকজন তাকে মারধর করে। এক পর্যায়ে তারা ভুক্তভোগীর হাত পা বেধে ফেলে এসিড নিক্ষেপ করে। পরে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। মারধরের ছবি সহ চিকিৎসাপত্রও আদালতে জমা দিয়েছেন ভুক্তভোগী নারী।

Be the first to comment