হত্যা মামলা: হাসিনার সঙ্গে অভিনেতা-সাংবাদিক-আইনজীবীসহ আসামি ৪০

সর্বশেষ সংবাদ

No Picture

সোনালী ব্যাংকের কর্মকর্তা নিয়োগের ফল প্রকাশ

আইনী চাকরি
গতকাল ২১/০৮/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার সোনালী ব্যাংক পিএলসি’র আইন আইন কর্মকর্তা পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ব্যাংক পিএলসি’-এর ২০২১ সাল ভিত্তিক ‘আইন অফিসার’ (গ্রেড-৯)  এর ১৭টি শূন্য পদে নিয়োগের [...]
No Picture

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর আইন কর্মকর্তা পদের চূড়ান্ত ফল প্রকাশ

আইনী চাকরি
গতকাল ২১/০৮/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর আইন আইন কর্মকর্তা পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর ২০২১ সাল ভিত্তিক ‘আইন অফিসার’ (গ্রেড-৯) [...]
আইনী পড়াশুনা

আইনজীবী হিসেবে তালিকাভূক্তির নিমিত্তে এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিল অধঃস্তন আদালতের আইনজীবী হিসেবে লাইসেন্স প্রদানের লক্ষ্যে এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। গতকাল ১৯/০৮/২০২৫ ইং তারিখ, মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ”বার কাউন্সিলের [...]
আইনী পড়াশুনা

হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করেছে। গতকাল ১৯/০৮/২০২৫ ইং তারিখ, মঙ্গলবার বাংলাদেশ বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে  যেসল বিজ্ঞ আইনজীবী [...]
জমি জমা সংক্রান্ত আইন

জমি বা প্লট কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে

  জমি বা প্লট কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে, জমির মালিকানা দলিল যাচাই, সরকারের রেকর্ডে বিক্রেতার নাম আছে কিনা, সিএস, এস এ এবং আরএস খতিয়ানের সাথে ধারাবাহিক মালিকানার মিল আছে কিনা, [...]

ঢাকার মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিতে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ (২১) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামির তালিকায় রয়েছেন বর্তমান ও সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, ঢাকার দুই সাবেক মেয়র, সাংবাদিক, ব্যবসায়ী, আইনজীবী এবং নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তারা।

গত ২০ এপ্রিল নিহত শ্রাবণের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মিরপুর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।

আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, আনিসুল হক, জাহাঙ্গীর কবীর নানক, তাজুল ইসলাম, হাছান মাহমুদ, কামরুল ইসলাম, ফারুক খান, আসাদুজ্জামান নূর, জাহিদ মালেক স্বপন, মোস্তফা জালাল মহিউদ্দিন, নূরে আলম চৌধুরী লিটন, সাবের হোসেন চৌধুরী, লোটাস কামাল, নওফেল চৌধুরী, শাজাহান খান, আব্দুর রাজ্জাক, শেখ হেলাল, তারানা হালিম, সানজিদা খানম, ডা. প্রাণ গোপাল দত্ত, নিক্সন চৌধুরী, নুরুন্নবী চৌধুরী শাওন, শামীম ওসমান, নাজমুল হাসান পাপন, কাজী নাবিল আহমেদ, এ কে আজাদ, তারেক সিদ্দিকী, তৌফিক এলাহী, গওহর রিজভী, মশিউর রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, পরিচালক সাদাত সোবহান তানভীর, এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল ইসলাম, দুদকের সাবেক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, মোহাম্মদ মইনদ্দিন আব্দুল্লাহ, এশিয়াটিক ৩৬০ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা ইরেশ যাকের, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

সাংবাদিকদের মধ্যে রয়েছেন ইকবাল সোবহান চৌধুরী, শাবান মাহমুদ, আরিফ হাসান, মোজাম্মেল হক বাবু, নাইমূল ইসলাম খান, পীযুষ বন্দ্যোপাধ্যায়, নঈম নিজাম, সুভাষ সিংহ রায়, শ্যামল দত্ত, ফারজানা রুপা, মুন্নী সাহা, জ ই মামুন, শাকিল আহমেদ, মিথিলা ফারজানা, মঞ্জুরুল আহসান বুলবুল, হারুন উর রশীদ, নাসিরুদ্দীন সাথী, নবনীতা চৌধুরী, আবুল কালাম আজাদ, ওমর ফারুক, শফিকুর রহমান, ফরিদা পারভীন, মাসুদা ভাট্টি।

আইনজীবীদের মধ্যে রয়েছেন সৈয়দ রেজাউর রহমান, নজিবুল উল্যাহ হিরু এবং দুদকের সাবেক প্রসিকিউটর খুরশীদ আলম খান ও মোশাররফ হোসেন কাজল। একইসঙ্গে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমেদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল এবং ইসির তিন সাবেক সদস্যকেও আসামি করা হয়েছে।

মামলা অভিযোগ করা হয়েছে বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণ (২১) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরুর পর থেকে বিভিন্ন সময় অংশ নেন। ঘটনার দিন ৫ অগাস্ট দুপুরে বেলা আড়াইটার দিকে ছাত্রজনতার মিছিল মিরপুর মডেল থানাধীন মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মধ্যবর্তী রাস্তা দিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে যাওয়ার সময় আসামিদের নির্দেশে তাদের দলীয় পাঁচ শতাধিক নেতাকর্মী শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত আক্রমণ চালায়।

মামলায় আরও বলা হয়েছে, তারা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট, রাইফেল, শটগান, পিস্তলের গুলি ছুড়ে এবং ককটেল ও হাত বোমার বিস্ফোরণ ঘটায়। সে সময় আসামিদের গুলিতে শ্রাবণ আহত হন। চিকিৎসার জন্য রিকশায় করে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*