সদ্য সমাপ্ত আইপিএল এর চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অন্যতম একজন সদস্যের বিরুদ্ধে উত্তরপ্রদেশ এর গাজিয়াবাদের এক নারী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগে থানায় ডাইরী দায়ের করেছেন। গতকাল ০৭ জুলাই ২০২৫, সোমবার এই তথ্য ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে জানিয়েছেন গাজিয়াবাদ পুলিশ। থানায় দায়ের করা এই অভিযোগের ভিত্তিতে জানা যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের মাধ্যমে এই অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নারী।

যশ দয়ালের বিরুদ্ধে অভিযোগ এনে সেই নারী বলেছিলেন, ‘পাঁচ বছর ধরে যশ দয়ালের সঙ্গে তার সম্পর্ক। দয়াল আমাকে বারবার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। আমাকে তার পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়, যারা আমাকে বলেছিল যে আমি হব তাদের পুত্রবধূ। আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলাম। সে আমার সাথে স্বামী-স্ত্রীর মতোই আচরন করতো’। তিনি আরও উল্লেখ করেন যে তিনি প্রতারণা ও নিপীড়নের শিকার হয়েছেন এবং এর বিচার চান।

মামলার এজাহারের ভাষ্যমতে “যখন অভিযোগকারী প্রতারণা বুঝতে পেরে প্রতিবাদ করেন, তখন তাকে শারীরীক ও মানসিকভাবেও নিপীড়ন করা হয়। যশ দয়াল অন্য একাধিক নারীর সাথে সম্পর্কে লিপ্ত হয়।”
এজাহারে অভিযোগকারী আরও বলেন “বিষয়টির দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। এই পদক্ষেপ কেবল তার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এই ধরণের প্রতারণামূলক সম্পর্কের শিকার হওয়া সকল মেয়ের জন্যও গুরুত্বপূর্ণ।”
অভিযোগ প্রমাণিত হলে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)’র ধারা- ৬৯ অনুযায়ী সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত জেল হতে পারে যশ দয়ালের।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া
Be the first to comment