সালমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের মামলা বিটিআরসির

সালমান এফ রহমান। সংগৃহীত ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির পক্ষে সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী ২০১০) এর ধারা ৭৩/৭৪/৭৬ এবং পেনাল কোডের ১৮৬০ এর ৪২০/৪০৬ ধারায় সালমান এফ রহমানসহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলাটি রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, মামলার আসামিরা আইজিডব্লিউ অপারেটরস ফোরামের সদস্য। বিদেশ থেকে কোনো ফোন কল এলে সেগুলোকে দেশি অপারেটরে স্থানান্তরের জন্য বিগত সরকারের আমলে আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের আমলে আইজিডব্লিউ অপারেটরস ফোরামের বিরুদ্ধে টাকা না দিয়ে চলে যাওয়া এবং অল্প কিছু টাকার যন্ত্রপাতি বসিয়ে শত শত কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে।

গত ৭ জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়ে আইসিএক্স (ইন্টারকানেকশন এক্সচেঞ্জ), আইজিডব্লিউ ও আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) লাইসেন্সধারী ‘দলীয় অপারেটরদের’ অনেকে সরকারের দুই হাজার কোটি টাকার বেশি অনাদায়ি রেখে কোম্পানি বন্ধ করে চলে গেছেন বলে অভিযোগ করেন।

আন্তর্জাতিক কল টার্মিনেশন নিয়ন্ত্রণ করার জন্য ২০১৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে সাতটি প্রতিষ্ঠান নিয়ে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম বা আইওএফ নামে একটি জোট গঠনের কথা তুলে ধরেন ফয়েজ আহমদ তৈয়্যব।

সালমান এফ রহমান ছাড়াও মামলায় যাঁদের নাম আছে- সোহেল এফ রহমান (সালমান এফ রহমানের বড় ভাই), শায়ান এফ রহমান (সালমান এফ রহমানের ছেলে)। এছাড়া আইওএফ নির্বাহী কমিটির বেশ কয়েকজন প্রভাবশালী সদস্যকে আসামি করা হয়েছে। এরা হলেন- সভাপতি একেএম শামসুদ্দোহা, সহ-সভাপতি মোহাম্মদ আবদুস সালাম, সদস্য সৈয়দ মঈনুল হক, (অব.) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, ইমরান করিম, কফিল এইচএস মুয়ীদ, খালিদ ইসলাম, মো. মাহতাবুল আমিন, মো. জয়নাল আবেদীন, মীর নাসির হোসেন, মোহাম্মদ আজিজুল হক, মোহাম্মদ সারোয়ার হোসেন, আবুল কে. শামসুদ্দিন, নাদির শাহ কোরেশী, নজরুল ইসলাম, এসএম আশিকুর রহমান, সোহেল শরীফ, তারেক একরামুল হক, তাজিন আলম এবং সিসিও মুসফিক মনজুর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*