মিটফোর্ড হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ ঘটনায় যুক্ত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ-এর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। তিনি জানান এ নারকীইয় ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

   সাংবাদিক সম্মেলনে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা বলেন, ‘শুধু মিটফোর্ড নয়, সারা দেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। তবে মিটফোর্ডের ঘটনাটি বড়ই দুঃখজনক। একটা সভ্য দেশে এমন একটি ঘটনা কখনোই আশা করা যায় না।’

কোনো অপরাধ সংঘটনের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে আহ্বান জানান তিনি। একইসাথে আইন নিজের হাতে তুলে না নিতে দেশবাসীর কাছে অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সব ধরণের অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অ্যাকশনে যাচ্ছে বলে জানান তিনি।

গত বুধবার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কের উপর পাথর দিয়ে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদকে।  এ নৃশংস ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমের বদৌলতে সারাদেশের মানুষ দেখে আঁতকে উঠছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*