ফৌজদারি মামলা (Criminal Case) এক ধরণের আইনগত প্রক্রিয়া যার মাধ্যমে কোনো অপরাধের বিচার করা হয়। এই মামলায় যে কোন ধরণের অপরাধ তথা- চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ, মারামারি, প্রতারণা, ইত্যাদি সংক্রান্ত হয়ে থাকে।

ফৌজদারি মামলার কিছু বৈশিষ্ট্য:
- যেকোন অপরাধের বিচারের জন্যে ফৌজদারী মামলা হয়ে থাকে।
- সংশ্লিষ্ট আইনের ধারা মোতাবেক অপরাধের বিচার হয়ে থাকে।
- এটি সাধারণত সরকার বা রাষ্ট্রের পক্ষ থেকে পরিচালনা করা হয়।
- ফৌজদারি মামলায়, অভিযুক্ত ব্যক্তির শাস্তি হতে পারে কারাদণ্ড, জরিমানা বা উভয়ই।
- ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ অনুসারে ফৌজদারি মামলা পরিচালিত হয়।
- দুইভাবে ফৌজদারি মামলা দায়ের করা হয়ে থাকে। থানায় বা সরাসরি আদালতে দায়ের করা হয়।
ফৌজদারি মামলা কী- এটা আরও ভালোভাবে বুঝেতে হলে আসলে দেওয়ানী মোকদ্দমা কী সেটা বুঝা প্রয়োজনীয়।
দেখে নিন দেওয়ানী মোকদ্দমা কী- https://legalexbd.com/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%95%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%95%e0%a7%80/
যে সকল মামলা দেওয়ানী প্রকৃতির নয়, সেগুলোই ফৌজদারি মামলা! অর্থাৎ সম্পত্তির অধিকার বা পদাধিকার সংক্রান্ত মামলা ব্যাতীত সকল মামলাই ফৌজদারি মামলা।
Be the first to comment