
মেজর লিগ সকারে (এমএলএস) আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫টা ১৫ মিনিটে মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মিয়ামি। ম্যাচে মেসিদের প্রতিপক্ষ সিনসিনাটি। এই ম্যাচে মেসি ও আলবাকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের কথা জানিয়েছে এমএলএস কর্তৃপক্ষ।
এমএলএস অল-স্টার গেমে না খেলার শাস্তি হিসেবে এই নিষেধাজ্ঞা পেয়েছেন ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি ও জর্দি আলবা। একম্যাচের এই নিষেধাজ্ঞার কারণে তারা খেলতে পাচ্ছেন না সিনসিনাটির সাথে এই সিজনের প্রথম ম্যাচটি।
এমএলএস কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে , ‘এ সপ্তাহে মেজর লিগ সকার অল-স্টার গেমে অনুপস্থিত থাকার কারণে শনিবার সিনসিনাটির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ইন্টার মায়ামির জর্দি আলবা এবং লিওনেল মেসি। নিয়ম অনুযায়ী, লিগের কাছ থেকে আগেই অনুমতি না নিয়ে কোনো খেলোয়াড় যদি অল-স্টার গেমে অনুপস্থিত থাকেন, তাহলে তিনি তাঁর ক্লাবের পরের ম্যাচটি খেলতে পারবেন না।’
Be the first to comment