নিলাম ইশতেহার বা ঘোষণাপত্র হলো আদালতের নেজারতের মাধ্যমে সংশ্লিষ্ট সম্পত্তির নিলাম অনুষ্ঠানের কথা সেই সম্পত্তির উপর ঢোল বাজিয়ে প্রচার করার নিমিত্তে আদালতের একটা আদেশ। যা উক্ত আদালতের নাজির এর প্রতি আদেশিত হয়। নাজির সেই ঘোষণাপত্রটি নিজে বা তার অধীনস্ত একজন জারিকারক এর মাধ্যমে জারি করাইতে পারেন। এই নিলাম ঘোষণাপত্রটি উক্ত জারিকারক তার অধীনস্তক একজন ঢুলিকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট সম্পত্তির উপর গিয়ে ঢোল বাজিয়ে বাজিয়ে ঘোষণা দিয়ে জনগণের মাঝে জারি করে আসেন। (এই প্রথা পুরোনো বাংলা সিনেমায় লক্ষ্য করা যায়, রাজার কোন বানী বা আদেশ ঢোল বাজাতে বাজাতে একজন ঘোষক রাজ্যজুরে জানান দিচ্ছে- অনেকটা এরকম)
Be the first to comment