দুর্নীতির মামলায় গ্রেপ্তার আসাদুজ্জামান নূর, ’ভি-চিহ্ন’ দেখালেন পলক

আসাদুজ্জামান নূর। সংগৃহীত ছবি

‘অবৈধ সম্পদ অর্জন’ ও ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ  সোমবার (২২ সেপ্টেম্বর) এ আদেশ দেন। এদিকে দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে প্রিজনভ্যানে করে কারাগারে যাওয়ার সময় ‘ভি-চিহ্ন’ (বিজয়সূচক চিহ্ন) দেখিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

সরকার পতনের পর গেল বছরের ১৫ সেপ্টেম্বর রাতে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে হত্যা মামলার আসামি করা হয়েছে নূরকে। এছাড়া গত ৩০ জুলাই পাঁচ কোটি ৩৭ লাখ টাকার ‘অবৈধ সম্পদ অর্জন’ এবং ১৫৮ কোটি ৭৮ লাখ টাকার বেশি ‘মানি লন্ডারিংয়ের’ অভিযোগে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা করে দুদক।

এই মামলায় গত ১৫ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক ফেরদৌস রহমান। এদিন শুনানিকালে নূরকে আদালতে হাজির করা হয়।

২০০১ সালে নীলফামারী-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন আসাদুজ্জামান নূর। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি নির্বাচিত হন। ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনের পর সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

এদিকে সোমবার পলক এবং তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে এদিন দুদক প্রতিবেদক দাখিল করতে পারেনি। এজন্য একই আদালত আগামী ২৭ নভেম্বর প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ঠিক করেছেন। এরপর পৌনে দুইটার দিকে কারাগারে নিতে পলককে প্রিজনভ্যানে তোলা হয়। এ সময় পিছমোড়া দিয়ে হাতকড়া, মাথায় হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট ছিল।  প্রিজনভ্যানে তোলার পর তার হাতকড়া, হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট খুলে ফেলা হয়। তখন প্রিজনভ্যানের রড ধরে দাঁড়িয়ে থাকা পলক ‘ভি’ চিহ্ন দেখান। এরপর প্রিজনভ্যানটি আদালতপ্রাঙ্গণ ছেড়ে যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*